পেরুকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের অসাধারণ জয়
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে পেরুর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। আগের ম্যাচে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী সেলেসাওরা এবারও একটি দুর্দান্ত জয় তুলে নেয়। পেরুকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলিয়ান ফুটবলে নতুন প্রজন্মের উত্থান ইতিমধ্যে শুরু হয়েছে, আর পেরুর বিপক্ষে আজকের ম্যাচে ব্রাজিলের খেলার ধরণ দেখে সমর্থকরাও নিশ্চয়ই সন্তুষ্ট হবেন।
বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে ব্রাজিল পেনাল্টি থেকে দুটি এবং আরও দুটি গোল করে পেরুকে বিধ্বস্ত করে। পেনাল্টি থেকে জোড়া গোল করেন রাফিনিয়া, অন্যদিকে আন্দ্রেয়াস পেরেইরা ও লুইজ হেনরিকের পা থেকে আসে আরও দুটি গোল।
এর আগে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পেয়েছিল সেলেসাওরা, তবে এবার পেরুর বিপক্ষে সহজেই জয় নিশ্চিত করে তারা। প্রথমার্ধে বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ব্রাজিল। এর মধ্যে ৫৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। এরপর ব্রাজিল একের পর এক আক্রমণ গড়ে তোলে। ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আন্দ্রেয়াস পেরেইরা এবং দুই মিনিটের মধ্যেই তিনি হেনরিকের পাস থেকে গোল করেন।
৭৪তম মিনিটে নিজেই গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন লুইজ হেনরিক। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল ব্রাজিল এবং ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। উরুগুয়ের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের ঠিক নিচে অবস্থান করছে ব্রাজিল।