রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ধর্ষণে নাম জড়ানোর ঘটনায় এমবাপ্পের পাশে দাঁড়াল রিয়াল মাদ্রিদ


ধর্ষণে নাম জড়ানোর ঘটনায় এমবাপ্পের পাশে দাঁড়াল রিয়াল মাদ্রিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২৪

ধর্ষণে নাম জড়ানোর ঘটনায়ধর্ষণে নাম জড়ানোর ঘটনায় এমবাপ্পের পাশে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও সুইডিশ পুলিশ সরাসরি এমবাপ্পের নাম প্রকাশ করেনি, তবে দেশটির একটি সংবাদপত্র দাবি করেছে যে অভিযুক্ত ব্যক্তি এমবাপ্পে। এদিকে, এমবাপ্পে এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। রিয়াল মাদ্রিদও এই মুহূর্তে তার প্রতি সমর্থন জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ এখনো এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে তারা খুব একটা উদ্বিগ্ন নয় বলেই জানা গেছে। গত জুনে ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেন।

রিয়ালের এক অভ্যন্তরীণ সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, এমবাপ্পের বিরুদ্ধে ওঠা অভিযোগটি ‘খেলাধুলার ইতিহাসের অন্যতম বড় প্রতারণা’। অন্যদিকে, রিয়ালের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে সাম্প্রতিক একটি প্রচারণা ক্যাম্পেইন থেকে এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার গুঞ্জন উঠেছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পের বুটের স্পনসর নাইকি হওয়ায় তাকে সেই প্রচারণা থেকে বাদ দেওয়া হয়েছে।

পূর্বে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে বর্তমানে জাতীয় দলের বাইরে। সুইডেনে কয়েকজন বন্ধুর সঙ্গে সময় কাটানোর সময়ই তার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠে। সুইডেনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্টকহোমে একটি নাইট ক্লাবে যাওয়ার পর এ ঘটনা ঘটে। মহিলাটি চিকিৎসার জন্য গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।

তবে এমবাপ্পে জোর দিয়ে বলেছেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি