বিহারে বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু, ২৫ জন হাসপাতালে ভর্তি
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারান ও সিওয়ান জেলার মধ্যে ঘটে যাওয়া এই বিষাক্ত মদ্যপানের ঘটনাটি বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিরা স্থানীয়ভাবে তৈরি করা মদ পান করেছিলেন, যাতে ক্ষতিকারক রাসায়নিক উপাদান ছিল বলে অভিযোগ উঠেছে। পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তির দৃষ্টিশক্তি হারানোর পর রাতে তিনি মারা যান।
সিওয়ানের সিভিল সার্জেন ডা. শ্রীনিবাস প্রসাদ জানান, দুই নারীসহ মোট ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও চারজনকে পাটনা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
সারানের পুলিশ সুপার কুমার আশিস জানান, এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতোমধ্যে আটজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় চৌকিদার এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। মাসরক থানার এসএইচও এবং মাসরক জোনের অ্যান্টি-লিকার টাস্ক ফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সারানের পুলিশ সুপার।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ, তবে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। বিহার সরকার জানায়, ২০১৬ সালের এপ্রিল থেকে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটেছিল ২০২২ সালে, যখন সারান জেলায় বিষাক্ত মদ্যপানে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল।