শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পকে পরাস্ত করতে ওবামার পর ক্লিনটনও নির্বাচনী মাঠে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২৪

ওবামার পর ক্লিনটনট্রাম্পকে পরাস্ত করতে ওবামার পর ক্লিনটনও নির্বাচনী মাঠে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবে, ট্রাম্প নাকি কমলা হ্যারিস, এ নিয়ে বিভিন্ন জরিপ ও সরাসরি জনমত যাচাইয়ে স্পষ্ট উত্তর আসছে না। এর ফলে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে মাঠে নামছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এর আগে বারাক ওবামাও একইভাবে সক্রিয় হয়েছেন।

বিজয় নির্ধারণকারী সাতটি রাজ্যে তারা সভা-সমাবেশ করছেন। এই রাজ্যগুলোকে ‘স্যুইং স্টেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং সেগুলো হলো: জর্জিয়া, আরিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। জনসমর্থন বৃদ্ধির জন্য ক্লিনটন ও ওবামা শুরু করেছেন জর্জিয়া থেকে। যুক্তরাষ্ট্র এখনও নারী নেতৃত্বে আগ্রহী কি না, সে প্রশ্নে ভোটারদের মনোভাব পরিবর্তন করতে তারা ইতিহাসের আলোকে বক্তব্য দিচ্ছেন।

এছাড়া, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গোয়ার্তুমির কথা উল্লেখ করে ক্লিনটন ও ওবামা বলছেন, তাকে পুনরায় হোয়াইট হাউসে আনা মানে আমেরিকার মানবিক মূল্যবোধ ধ্বংস করা হবে।

একদিকে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, অশিক্ষিত এবং স্বল্পশিক্ষিত ভোটার, কৃষ্ণাঙ্গ পুরুষ এবং প্রত্যন্ত অঞ্চলের শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে কমলা হ্যারিসের প্রতি দ্বিধা রয়েছে। সেই পরিস্থিতি কাটাতে বিল ক্লিনটন এবং বারাক ওবামা এখন দোদুল্যমান ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

জর্জিয়ায় তার ক্যাম্পেইন শুরুর দিনে ক্লিনটন কমলা হ্যারিসের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছেন, সীমান্ত সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনায় কমলার বিচক্ষণতা ইতিমধ্যেই প্রমাণিত। তিনি উল্লেখ করেছেন, কমলার আন্তরিক আগ্রহে সীমান্ত সুরক্ষার জন্য কংগ্রেস একটি বিল পাশের পথে ছিল, কিন্তু রিপাবলিকানরা ট্রাম্পকে খুশি করতে সেই বিলের পাশে দাঁড়াননি।

ক্লিনটন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী কেন্দ্রে যেতে হবে। ব্যালট যুদ্ধে অংশগ্রহণ না করলে যুক্তরাষ্ট্র আবার পিছিয়ে পড়বে এবং গণতন্ত্র হুমকিতে পড়বে। তিনি বলেন, “যদি আমরা সক্রিয় থাকি, তবে গণতন্ত্র এবং আমেরিকা জিতবে।”

কমলার পক্ষে মাঠে নামা বারাক ওবামার সঙ্গে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও কাজ শুরু করেছেন। তারা ৫ নভেম্বর নির্বাচনের আগে পর্যন্ত স্যুইং স্টেটগুলোতে সভা-সমাবেশ করবেন ‘গণতন্ত্রের শত্রু ট্রাম্প’কে পরাস্ত করার জন্য।

২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পেছনে নারী নেতৃত্বে আস্থার অভাবকে দায়ী করা হয়েছিল। এবার যাতে ভোটাররা সেই পরিস্থিতিতে না পড়েন, তাই ডেমোক্র্যাটরা নানা কৌশল গ্রহণ করেছেন।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের চিরচেনা ভোট ব্যাংকে ফাটল ধরেছে গাজা পরিস্থিতি নিয়ে জো বাইডেনের ভূমিকার কারণে। মুসলিম আমেরিকানদের মধ্যে নতুন প্রজন্মের একটি বড় অংশ কমলার মতো ট্রাম্পকেও বর্জনের পক্ষে রয়েছে। তারা ঘোষণা দিয়েছে, এই দু’প্রার্থীর কাউকেই ভোট দেবেন না। এই মনোভাব অব্যাহত থাকলে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা বেড়ে যাবে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মুসলিম আমেরিকান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোটারের বেশিরভাগই ডেমোক্র্যাট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি