বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কাজ শুরু হয়েছে: ড. জাহিদ


চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কাজ শুরু হয়েছে: ড. জাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২৪

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কাজ শুরু হয়েছে: ড. জাহিদচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কাজ শুরু হয়েছে: ড. জাহিদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, খালেদা জিয়াকে প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ দিয়ে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে একটি তৃতীয় দেশে মাল্টি ডিসিপ্লাইনারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হবে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা দ্রুত বিদেশে মাল্টি ডিসিপ্লাইনারি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এ জন্য ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ ভাড়া করার কাজ চলছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি