শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ব্যালন ডি’অরের মঞ্চে অন্য পুরস্কার জয়ীদের তালিকা


ব্যালন ডি’অরের মঞ্চে অন্য পুরস্কার জয়ীদের তালিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২৪

ব্যালন ডি’অরের মঞ্চেব্যালন ডি’অরের মঞ্চে অন্য পুরস্কার জয়ীদের তালিকা

ডেস্ক রিপোর্ট:

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়রের হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। তবে শেষ মুহূর্তে এসে পাল্টে যায় পরিস্থিতি। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই জানা যায়, ব্রাজিলিয়ান এই তারকা পাচ্ছেন না ২০২৪ ব্যালন ডি’অর। এরপরই রিয়াল মাদ্রিদ বয়কটের ঘোষণা দেয়।

শেষ পর্যন্ত, ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে রদ্রি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অন্য তারকারাও ট্রফি জিতেছেন। আসুন এক নজরে দেখে নিই কে কোন পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিজয়ীদের তালিকা:

ছেলেদের ব্যালন ডি’অর:
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর:
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ):
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ):
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা):
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার):
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়):
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ):
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

ছেলেদের বর্ষসেরা ক্লাব:
রিয়াল মাদ্রিদ

মেয়েদের বর্ষসেরা ক্লাব:
বার্সেলোনা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি