হিজবুল্লাহর নতুন প্রধানকে ইসরাইলের সতর্কবার্তা
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমকে মনোনীত করা হয়েছে। এই ঘোষণার পরপরই ইসরাইলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেয়া একটি পোস্টে হিজবুল্লাহর নতুন প্রধান সম্পর্কে মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, নাইম কাশেমের এই পদ সাময়িক হবে এবং তার মেয়াদ দীর্ঘস্থায়ী হবে না। খবর রয়টার্সের।
গ্যালান্ট পোস্টে লিখেছেন, “সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়,” যা অনেকের মতে এক ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। এর আগে, গত সেপ্টেম্বরে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।
একই সঙ্গে ইসরাইল সরকারের আরবি ভাষার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও এক্সে পোস্ট দেয়া হয়, যেখানে বলা হয়, “নাইম কাশেম যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পথ অনুসরণ করেন, তবে এই পদে তার সময় হিজবুল্লাহর ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।”
হিজবুল্লাহর সামরিক শক্তি ধ্বংস করা ছাড়া ইসরাইলের আর কোনো বিকল্প নেই বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।
৭১ বছর বয়সী নাইম কাশেমের জন্ম ১৯৫৩ সালে বৈরুতে। তিনি হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯৯১ সালে সংগঠনের উপপ্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। নাসরুল্লাহর মৃত্যুর পর তিনিই প্রথম নেতা হিসেবে টেলিভিশনে এ বিষয়ে কথা বলেন। তবে লেবাননের অনেকেই মনে করেন, নাইমের মধ্যে নাসরুল্লাহর মতো ক্যারিশমা নেই।