বৃহস্পতিবার,১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ


নির্বাচিত হলে ট্রাম্প প্রতিশোধের বন্যা বয়ে দেবেন: কমলা হ্যারিস


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২৪

নির্বাচিত হলে ট্রাম্প প্রতিশোধের বন্যানির্বাচিত হলে ট্রাম্প প্রতিশোধের বন্যা বয়ে দেবেন: কমলা হ্যারিস

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মাত্র পাঁচ দিন বাকি রয়েছে। এরই মধ্যে ভোটারদের উদ্দেশে শেষ মুহূর্তের বক্তব্য রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তিনি বক্তব্য দিয়েছেন সেই স্থানে, যেখানে প্রায় চার বছর আগে ক্যাপিটল দাঙ্গার ঠিক আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছিলেন।

ওয়াশিংটনে নিজের নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে কমলা হ্যারিস বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে প্রতিশোধের এক ঝড় শুরু করবেন। তিনি শত্রুদের একটি তালিকা নিয়ে হোয়াইট হাউজে যাবেন, আর আমি দেশের উন্নয়নের পরিকল্পনার তালিকা নিয়ে যাব।

স্থানীয় সময় মঙ্গলবার কমলা হ্যারিস মার্কিনিদের সতর্ক করে বলেন, ট্রাম্প নির্বাচিত হলে কেবল তার শত্রুকেই ঘায়েল করবেন না, সাধারণ মানুষের ওপরও তিনি প্রতিশোধ নেবেন।

তিনি বলেন, “৯০ দিনেরও কম সময়ের মধ্যে আমি অথবা ট্রাম্প ওভাল অফিসে যাব। তবে আমাদের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। তিনি শত্রুকে শেষ করতে চাইবেন, আর আমি দেশের মঙ্গলের জন্য কাজ করব।”

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোটারদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। স্বাধীনতা ও বিশৃঙ্খলার মধ্যে একটি বেছে নেওয়ার এখনই সময়। এর মাধ্যমে আপনারা জীবনের সবচেয়ে অসাধারণ কাহিনির পরবর্তী অধ্যায়টি লিখতে পারবেন।”

হ্যারিস বলেন, “ট্রাম্প ভারসাম্যহীন, প্রতিশোধপরায়ণ এবং ক্ষুব্ধ একজন ব্যক্তি। বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী, তাই সশস্ত্র জনতা দিয়ে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়ে নির্বাচনের ফল পরিবর্তন করতে চেয়েছিলেন।”

দেশের মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, “এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো, যা করোনা মহামারির আগ থেকেই বাড়ছিল এবং এখনো অনেক বেশি।” সব ভেদাভেদ ভুলে দেশের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন, “পরস্পরকে দোষারোপ করা বন্ধ করে আমাদের উচিত হাতে হাত রেখে দাঁড়ানো।”

নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও কথা বলেন কমলা। তিনি বলেন, “নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মৌলিক স্বাধীনতা মানুষের থাকা দরকার। অথচ ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার নারীদের গর্ভধারণে বাধ্য করবেন। বিশ্বাস না হলে আপনারা ‘প্রজেক্ট ২০২৫’ গুগল করুন।”

তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নারীদের গর্ভধারণে ট্রাম্প বাধ্য করবেন এমন কোনো পরিকল্পনার প্রমাণ এখনো মেলেনি। এদিকে, গাজা নিয়ে মতপার্থক্য থাকলেও কমলা হ্যারিসকে ভোট দিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও উদারপন্থি বার্নি স্যান্ডার্স। —সিএনএন ও রয়টার্স



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি