মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


আইপিএলে পাঁচ দলের অধিনায়ক ছাঁটাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২৪

আইপিএলে পাঁচ দলের অধিনায়কআইপিএলে পাঁচ দলের অধিনায়ক ছাঁটাই

ডেস্ক রিপোর্ট:

শেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েও অধিনায়কত্ব হারিয়েছেন শ্রেয়াস আইয়ার। আসন্ন নিলামের আগে তাকে রিটেইন প্লেয়ারদের তালিকায় রাখেনি ফ্র্যাঞ্চাইজি। শুধু আইয়ারই নন, আইপিএলের দশ দলের মধ্যে পাঁচ দলের অধিনায়কই বাদ পড়েছেন।

এই তালিকায় লখনউ সুপার জায়েন্টস অধিনায়ক লোকেশ রাহুলের ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। গত মৌসুমে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে মাঠে রাহুলের প্রতি উত্তেজিতভাবে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছিল। তাই রাহুলের বাদ পড়া তেমন চমক সৃষ্টি করেনি। তবে রাহুল ছাড়াও নেতৃত্ব হারিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাফ ডু প্লেসি এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।

এদের মধ্যে বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি গত মৌসুমে তেমন প্রভাব ফেলতে পারেননি। আর দিল্লি ক্যাপিটালস সাফল্যের আশায় নতুন নেতৃত্বের দিকে ঝুঁকেছে। এর ফলে কোচের পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বাদ পড়েছেন পন্তও।

এই পাঁচ অধিনায়কের নিলামে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। নিলামে তাদের জন্য কোন দল কত টাকা ব্যয় করে সেটাই এখন দেখার বিষয়। নভেম্বরের শেষ দিকে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে নতুন দলে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন রাহুল, পন্ত, আইয়াররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি