স্পেনে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে
স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে গত বুধবার (৩০ অক্টোবর) প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। কয়েক প্রজন্মের মধ্যে এই বন্যাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি এখনও এমন যে, আরও বৃষ্টিপাতের কারণে স্পেনের কিছু অংশে নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ড্রোন ব্যবহার করে জীবিতদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা এখনও জীবিতদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রায় ১২০০ জন উদ্ধারকর্মী ড্রোনের সাহায্যে এই অভিযান চালাচ্ছেন।
বিবিসি আরও জানায়, ভ্যালেন্সিয়ায় অন্তত ১৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, কাস্টিলা-লা মাঞ্চার পশ্চিমাঞ্চলে আরও দুজন এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।
নদীর পানি বৃদ্ধির ফলে ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আকস্মিক বন্যায় পানিতে ভেসে গেছে অনেক গাড়ি, এবং গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে। বন্যার কারণে দেশটির বিভিন্ন রেললাইন ও মহাসড়কও তলিয়ে গেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বলেন, “এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আটকে পড়া মানুষদের যত দ্রুত সম্ভব জীবিত উদ্ধার করা।”