মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২৪

ইসরায়েলের সামরিক ঘাঁটিতেইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছাকাছি এবং হাইফা শহরের নিকটবর্তী সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। শনিবার (২ নভেম্বর) হিজবুল্লাহ জানায়, তারা ড্রোন স্কোয়াড্রনের মাধ্যমে দক্ষিণ তেল আবিবের পালমাচিম বিমানঘাঁটিতে আক্রমণ চালায়। তাদের মতে, ওই ঘাঁটিতে একটি সামরিক গবেষণা কেন্দ্র এবং “তীর” ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাডার রয়েছে।

এছাড়াও, হিজবুল্লাহ জানিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হাইফার উত্তরে অবস্থিত জেভুলন সামরিক শিল্প ঘাঁটি এবং ক্রায়োট এলাকায় আরেকটি রকেট হামলা চালিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের উদ্দেশ্যে তিনটি রকেট হামলা চালানো হয়েছিল, যার ফলে শ্যারন এবং ড্যান অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে।

আইডিএফ বলছে, তারা আক্রান্ত এলাকা চিহ্নিত করেছে, তবে এটি রকেট না ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আক্রমণ করা হয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, মধ্য আরব ইসরায়েলি শহরে লেবানন থেকে চালানো রকেট হামলায় প্রথমে ৭ জন আহত হলেও পরে তা বেড়ে ১১ জনে পৌঁছায়। ছবিতে দেখা গেছে, হিজবুল্লাহর এই রকেট হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি