ম্যানসিটির পরাজয়ে শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে এখন লিভারপুল। ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে অলরেডস। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি তাদের ম্যাচে হেরে যাওয়ায় লিভারপুলের জন্য শীর্ষ স্থান নিশ্চিত হয়েছে। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলের কাছে ১-০ গোলে পরাজিত হয় গানাররা, আর বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় সিটিজেনরা।
বুন্দেসলিগায় হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখ জয় পেয়েছে, অন্যদিকে লাইপজিগকে হারিয়ে ডর্টমুন্ডকে পেছনে ফেলে শীর্ষে আছে তারা। সিরিআয় এসি মিলান ও জুভেন্টাস তাদের ম্যাচে জয়ী হয়েছে। লিগ আতে লঁসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।
ম্যানচেস্টার সিটির হোঁচট খাওয়ার সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে লিভারপুল। চার দিনের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয়বারের মতো জয় তুলে নেয় আর্নে স্লটের শিষ্যরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। তুরস্কের মিডফিল্ডার কাদিওগলু মাত্র ১৬ গজ দূর থেকে ড্যানি ওয়েলবেকের ফ্লিক থেকে গোল করে দর্শকদের স্তব্ধ করে দেন। তবে প্রথমার্ধে ছন্নছাড়া খেলা লিভারপুল দ্বিতীয়ার্ধে ফিরে আসে শক্তিশালী রূপে। মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোডি গ্যাকপো, যিনি চার দিনের ব্যবধানে আবারো ব্রাইটনের বিপক্ষে গোলের দেখা পান।
মোহামেদ সালাহর বাঁ পায়ের শটে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর্নে স্লটের অধীনে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১৩টিতে জিতেছে লিভারপুল।
অন্যদিকে, মৌসুমে প্রথম হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা এখন লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে। বোর্নমাউথের মাঠে নবম মিনিটেই অ্যান্তোনি সেমেনিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
সিটিজেনরা ম্যাচে ফেরার জন্য আক্রমণ বাড়ালেও, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন গোলের দেখা পাননি। বরং দ্বিতীয়ার্ধে ইভানিলসন আরও একটি গোল করে বোর্নমাউথের লিড বাড়িয়ে দেন। নির্ধারিত সময়ের আট মিনিট আগে জসকো গভার্দিওল একটি গোল করে সিটি দর্শকদের কিছুটা আশার আলো দেখান। কিন্তু বোর্নমাউথ গোলরক্ষক মার্ক ট্রেভারসের অসাধারণ পারফরম্যান্সে হতাশা নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।