মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কে হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জানাল জলহস্তী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২৪

কে হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জানাল জলহস্তী

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ডেমোক্রেটিক দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশ্বজুড়ে নির্বাচনের ফলাফল নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ।

এ অবস্থায় নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে মজার একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। থাইল্যান্ডের একটি শিশু জলহস্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার ভবিষ্যদ্বাণী করেছে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় বসানো এ ভবিষ্যদ্বাণীটি করেছেন মাত্র চার মাস বয়সী শিশু জলহস্তী “মু ডেং”। চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ভিডিওতে দেখায়, মু ডেংকে দুইটি ঝুড়ি থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। একটি ঝুড়িতে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের নাম এবং অন্যটিতে কমলা হ্যারিসের নাম। মু ডেং ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে, যা তার ভবিষ্যদ্বাণী হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

যদিও প্রাণীদের এ ধরনের ভবিষ্যদ্বাণী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও অতীতে এরকম কিছু ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী দেখা গেছে। বিশেষ করে, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পল আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি