শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বিএনপির লক্ষ্য: তারেক রহমান


গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বিএনপির লক্ষ্য: তারেক রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০২৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বিএনপির লক্ষ্য: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাজধানীতে বিএনপি আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকের এই মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল। বিএনপির মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‌্যালি শুরু হয়েছে।

তারেক রহমানের বক্তব্যের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

এর আগে র‌্যালিতে অংশগ্রহণের জন্য নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড় জমে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি