ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র সম্পূর্ণ ভিত্তিহীন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে তেহেরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে। খবর আরব নিউজ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ষড়যন্ত্রের বিষয়ে অভিযোগ করার পর তেহেরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়। এর মুখপাত্র ইসমাইল বাগহেই যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্পকে হত্যায় ইরানি এক ব্যক্তিকে অভিযুক্ত করে। ওই ব্যক্তির নাম ফরহাদ শাকেরি। তিনি যুক্তরাষ্ট্রে ডাকাতির দায়ে জেল খেটেছিলেন। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ট্রাম্পকে হত্যার জন্য ইরান তাকে ভাড়া করেছিল।
তদন্তকারীদের কাছে শাকেরি জানিয়েছেন, ইরানের আধা সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড গত সেপ্টেম্বরে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করতে বলেন, কিন্তু শাকেরি তাদের প্রস্তাব মেনে নেননি।
শাকেরি বর্তমানে পলাতক এবং ইরানে অবস্থান করছেন। অন্যদিকে, ইরানিয়ান-আমেরিকান সাংবাদিক মসিহ আলিনেজাদকে হত্যাচেষ্টায় শাকেরির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।