প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত বিএনপি
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি আশাহত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়। যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আলোচনা সভা আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা আন্দোলনের মূল স্ট্রাইকার ছিলেন, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।
গতকাল জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির প্রত্যাশা পূর্ণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।
এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের সহযোগীরা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।