মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


লেবাননে দুই শতাধিক শিশুকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২৪

শিশুকে হত্যালেবাননে দুই শতাধিক শিশুকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

দুই মাসে ইসারায়েলি হামলায় লেবাননে ২০০’র বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই সময়ে আরও ১ হাজার ১০০ শিশু আহত হয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, লেবাননে ২০০ জনের বেশি শিশু নিহত হওয়ার পরও সহিংসতা বন্ধে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

গত দুই মাসে লেবাননে প্রতিদিন অন্তত তিনজন শিশু নিহত হয়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ। অনেক শিশু আহত এবং মানসিক সমস্যায় ভুগছে।

হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষে লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ৫১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এল্ডার বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সব মিলিয়ে ২৩১ জন শিশু নিহত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা গাজার মতো পরিস্থিতি লেবাননে না হোক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি