মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আসছেন মেসি, খেলবেন আর্জেন্টিনার হয়ে: ভারতে ফুটবল উন্মাদনা


আসছেন মেসি, খেলবেন আর্জেন্টিনার হয়ে: ভারতে ফুটবল উন্মাদনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২৪

আসছেন মেসিআসছেন মেসি, খেলবেন আর্জেন্টিনার হয়ে: ভারতে ফুটবল উন্মাদনা

স্পোর্টস ডেস্ক:

২০১১ সালে ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ১৪ বছর পর আবারও দেশটিতে আসতে চলেছেন ‘এলএমটেন’। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আর্জেন্টিনার হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে তিনি ভারতে আসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার

মূলত, ভারতের কেরালা রাজ্যের আমন্ত্রণেই মেসি সেখানে যাচ্ছেন। আজ বুধবার কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছেন যে, আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল ফেডারেশন (আফা)-এর সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মেসিদের ভারতে যাওয়ার যাবতীয় খরচ বহন করবে কেরালা সরকার।

ভি আব্দুরহিমান বলেন, ‘আর্জেন্টিনার কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কিছু দিনের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা কেরালায় আসবেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।’ পাশাপাশি, কেরালা সরকারের সহযোগিতায় রাজ্যটিতে একটি ফুটবল একাডেমি গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের কলকাতায় এক প্রদর্শনী ম্যাচ খেলেছিল মেসির আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেদিন প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন মাঠে।

কেরালাতেও আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে। কাতার বিশ্বকাপে এই উন্মাদনার বিশেষ নজির দেখা গেছে। মেসির বিশাল প্রতিকৃতি তৈরি করে কেরালার সমর্থকরা আর্জেন্টিনার মনোযোগ আকর্ষণ করেছিল। পরে মেসির দেশ তাদের এই ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি