পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত
পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যার ফলে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে ১৮ সদস্য নিহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলি পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশ ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ঘটে।
২০ নভেম্বর, বুধবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় ১০ জন সেনা সদস্য নিহত হন, এমনটি জানিয়েছে এক গোয়েন্দা সূত্র। এই হামলার এক দিনও আগে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় আরেকটি হামলায় আরও আট সেনা সদস্য নিহত হন।
বান্নুর সর্বশেষ হামলার বিষয়ে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণ ঘটায়। এরপর তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় ১০ সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণ ও হামলার ফলে মালি খেল চেকপয়েন্টের অবকাঠামো এবং সামরিক যানগুলোর “গুরুতর ক্ষতি” হয়েছে। হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী।
অন্যদিকে, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের আরেকটি হামলা ঘটেছে, যা ঘটেছিল সোমবারের হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে। স্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার তিরাহ উপত্যকায় জঙ্গিদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে আট নিরাপত্তাকর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং, ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি, তবে সরকারি সূত্র জানিয়েছে, এই সংঘর্ষে ৯ জন জঙ্গি নিহত হয়েছেন। এটি শুরু হয়েছিল বাগ-ময়দান মারকাজের কাছে সশস্ত্র বন্দুকধারীদের একটি সামরিক ক্যাম্পে হামলার মাধ্যমে।