মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার হুমকির পর কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২৪

মার্কিন দূতাবাসরাশিয়ার হুমকির পর কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া সেখানে হামলা চালাতে পারে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর পরিচালিত হয়।

রাশিয়া এ ঘটনার প্রতিক্রিয়ায় সতর্ক করেছে যে, তাদের অভ্যন্তরে মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার যুদ্ধের নতুন ধাপ সৃষ্টি করবে। রাশিয়া বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হবে।

এসব ঘটনার পর হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদেরও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কিয়েভে থাকা মার্কিন নাগরিকদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের খাবার, পানি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি