পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না পুতিন: বিশ্বের জন্য বড় বিপদ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। তার মতে, যদি রাশিয়ার নিরাপত্তা বা সামরিক বাহিনী হুমকির সম্মুখীন হয় এবং বিকল্প কোনো উপায় না থাকে, তবে পুতিন এই পদক্ষেপ নিতে পারেন।
ভুসিক সতর্ক করে বলেন, বিশ্ব এখন বড় বিপর্যয়ের এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পারমাণবিক হামলার শকওয়েভ ও তেজস্ক্রিয়তার প্রভাব থেকে রক্ষা পেতে রাশিয়া সুরক্ষিত আশ্রয়কেন্দ্র তৈরি করছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, “কেইউবি-এম” নামক এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক হামলার পর ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
এই আশ্রয়কেন্দ্রগুলো বিস্ফোরণ, প্রচলিত অস্ত্রের আঘাত, ধ্বংসস্তূপ, রাসায়নিক বিপত্তি এবং অগ্নিকাণ্ডের প্রভাব থেকে রক্ষা করতে পারবে। “কেইউবি-এম” দেখতে জাহাজের কন্টেইনারের মতো এবং দুটি মডিউল সমন্বিত। একটি কক্ষে ৫৪ জন পর্যন্ত আশ্রয় নিতে পারবেন, এবং আরেকটি মডিউল কারিগরি কাজে ব্যবহৃত হবে। প্রয়োজনে একাধিক মডিউল যুক্ত করা সম্ভব।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতে ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
ওয়াশিংটন শুধু অস্ত্র সরবরাহ করেই থেমে নেই, ইউক্রেনকে ব্যাপক সামরিক তহবিলও দিয়ে আসছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
এই পদক্ষেপে রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার ভূখণ্ডে যদি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তবে এর জবাবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।