মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্বে স্কট ব্যাসেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০২৪

ট্রাম্পের প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্বেট্রাম্পের প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্বে স্কট ব্যাসেন্ট

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নতুন করে গঠনের কাজ করছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন স্কট ব্যাসেন্টকে।

৬২ বছর বয়সী ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন এবং নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতৃত্ব দেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কট ব্যাসেন্ট একজন সুপরিচিত আন্তর্জাতিক বিনিয়োগকারী। এক সময় তিনি জর্জ সোরোসের সঙ্গেও কাজ করেছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরু থেকেই ব্যাসেন্ট ছিলেন ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সমর্থক। নির্বাচনি প্রচারণার সময় তিনি ট্রাম্পের প্রশংসা করে ভোটারদের বলেছেন যে, নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং কম করের মাধ্যমে ট্রাম্প একটি নতুন সোনালী যুগের সূচনা করবেন।

গতকাল ট্রাম্প আনুষ্ঠানিকভাবে স্কট ব্যাসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, “বিশ্বের একজন খ্যাতিমান আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কট ব্যাসেন্ট আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত। তিনি আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের সমর্থক। আমার নীতিগুলোকে সমর্থন করে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে আরও এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি