মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতের কোনো যুক্তিই নেই বাংলাদেশকে পানি না দেওয়ার: অর্থ উপদেষ্টা


ভারতের কোনো যুক্তিই নেই বাংলাদেশকে পানি না দেওয়ার: অর্থ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০২৪

ভারতের কোনো যুক্তিই নেইভারতের কোনো যুক্তিই নেই বাংলাদেশকে পানি না দেওয়ার: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অভিন্ন নদীর পানি বাংলাদেশকে না দেওয়ার কোনো যুক্তিই ভারতের নেই, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ইউরোপে যেমন দানিয়ুব নদী রয়েছে, যা জার্মানি থেকে শুরু হয়ে নেদারল্যান্ডসে শেষ হয় এবং সেখানেও জাহাজ চলাচল করে, তেমনি অভিন্ন নদীগুলোর পানির হিস্যা নিয়ে কোনো রাজনৈতিক বিরোধ থাকলেও সেগুলোর পানি ভাগাভাগির একটি নীতি ছিল। তার মতে, ভারতের কোনো যুক্তিই নেই বাংলাদেশকে পানি না দেওয়ার। তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করা উচিত।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ভারতে যখন পানির অভাব থাকে, তখন তারা আমাদের স্লুইসগেটগুলো খুলে দেয়, আর যখন তাদের পানিস্বল্পতা থাকে, তখন সেগুলো বন্ধ করে দেয়। তারা ইচ্ছামতো এটি করে, যার কারণে আমরা পানির অভাবে ভুগছি। এতে আমাদের কৃষিকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং জমিগুলো শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাচ্ছে।’

তিনি যোগ করেন, ‘আমরা কতদিন আর গ্রাউন্ডওয়াটার লেভেল নিয়ে টিকে থাকব? আমাদের নদীগুলোতে যদি সময়মতো পানি পাওয়া যায়, তবে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যে কাজগুলো করছি, সেগুলো অনেক চ্যালেঞ্জিং, এবং এগুলোর জন্য জনগণের সমর্থন প্রয়োজন। পানির ক্ষেত্রে শুধুমাত্র ফারাক্কা নয়, আরও ৫৪টি অভিন্ন নদী রয়েছে, সেগুলোর পানি ন্যায্যভাবে পাওয়ার জন্য আমরা কাজ করব।’

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন কমিটির নিউইয়র্ক শাখার চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি