মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » দেশের ভবিষ্যত নির্ধারণে জনগণের ভোট জরুরি, দ্রুত নির্বাচন প্রয়োজন


দেশের ভবিষ্যত নির্ধারণে জনগণের ভোট জরুরি, দ্রুত নির্বাচন প্রয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২৪

দ্রুত নির্বাচনদেশের ভবিষ্যত নির্ধারণে জনগণের ভোট জরুরি, দ্রুত নির্বাচন প্রয়োজন

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, কারণ দেশ শাসন কে করবে— সেটি জনগণই সিদ্ধান্ত নেবে।”

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব)’ উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “অনেকে বলে বিএনপি তাড়াতাড়ি ভোট চায়, তবে বিএনপি সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং থাকবে। সাধারণ মানুষের মনের কথা বুঝে, তারা অধীর আগ্রহে বসে আছে, কখন তারা তাদের অধিকার প্রয়োগ করবে। বিএনপি বলছে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত হবে, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আজকের বাস্তবতায় নির্বাচন দেওয়া সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে। গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে। মানুষ চিন্তা করবে, তারা কাকে ভোট দেবে, এবং দেশ শাসন কে করবে— সেটি জনগণই সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা করতে হলে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জনআকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান।”

ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালে ‘ভিশন ২০৩০’ কর্মসূচি দিয়েছিলেন। এরপর আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালের ডিসেম্বরে রাষ্ট্র মেরামতের ২৭ দফা কর্মসূচি দিয়েছেন। এবং ২০২৩ সালের জুলাই মাসে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে ২৭ দফাকে ৩১ দফা করে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপি শুধু নিজের কথা বলে না; বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে।”

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রেসক্লাবের সামনের পৃথক আরেকটি কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন, এবং অন্তর্বর্তী সরকার সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচনের দেরি হয়ে যায়।”

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের জনগণ যেন নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে— এমন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি