মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » পাঞ্জাব কিংসের নাম বদলে ‘অস্ট্রেলিয়ান কিংস’ রাখার দাবি উত্থাপন


পাঞ্জাব কিংসের নাম বদলে ‘অস্ট্রেলিয়ান কিংস’ রাখার দাবি উত্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২৪

অস্ট্রেলিয়ান কিংসপাঞ্জাব কিংসের নাম বদলে ‘অস্ট্রেলিয়ান কিংস’ রাখার দাবি উত্থাপন

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান মিডিয়া আইপিএল দল পাঞ্জাব কিংসের নাম পরিবর্তন করে ‘অস্ট্রেলিয়ান কিংস’ রাখার দাবি জানিয়েছে। তবে এটি কোনো আন্দোলন নয়, বরং এক ধরনের হাস্যরসাত্মক দাবি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন ক্রিকেট সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে জানিয়েছে, ‘রিকি পন্টিংয়ের আইপিএল দল পাঞ্জাব কিংসের নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়ান কিংস রাখার আবেদন জানাচ্ছি।’

কিন্তু কেন হঠাৎ পাঞ্জাব কিংসের নাম পাল্টানোর এই আবদার? আসন্ন আইপিএলে পাঞ্জাবের কোচিং করাবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। গত দুই দিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে পাঞ্জাব কোচ ৮ বিদেশি স্লটের মধ্যে ৫ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বেছে নিয়েছেন।

পাঞ্জাব দলে অস্ট্রেলিয়ানদের এমন ভিড়ের কারণেই সেভেন ক্রিকেট এই রসিকতা করেছে। নিলাম থেকে পাঞ্জাবের দলে যোগ হওয়া পাঁচ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন– মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, অ্যারন হার্ডি এবং জাভিয়ের বার্টলেট।

এটি প্রথম নয়, এর আগেও দিল্লি ক্যাপিটালসে কোচ থাকার সময়েও পন্টিং তার দলের মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রাধান্য দিতেন। দিল্লিতে কাটানো তার সাত মৌসুমে তিনি দলের হয়ে খেলতে দেখেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ড্যানিয়েল স্যামস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েলদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি