বিদেশি নির্দেশে ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবে না বাংলাদেশ: হাসনাত
বুধবার দুপুরে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সংগঠনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “ইসকন বর্তমানে আওয়ামী লীগের সহায়তায় একটি উগ্রবাদী সংগঠন হিসেবে বাংলাদেশের অশান্তি সৃষ্টি করছে। ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত এই সংগঠনকে বাংলাদেশে কোনওভাবেই সহ্য করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতের সমর্থনে স্বৈরাচারী নীতি চালিয়ে হাসিনা সরকার বাংলাদেশের মাটিতে টিকতে পারবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”
এই সমাবেশটি আয়োজিত হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে। সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “গত ৫ আগস্ট আমরা দেখেছি, ধর্মীয় সহাবস্থানের প্রমাণ দিতে দাঁড়িওয়ালা-টুপিওয়ালা মুসলমানরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে। অথচ, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ দেশের প্রতিটি ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান চাই। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিষ্টান সে তার ধর্ম পালন করবে। কিন্তু ধর্মের নামে উগ্রবাদী সংগঠন পরিচালনা আমরা মেনে নেব না। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তারা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে, যা আমরা কিছুতেই সহ্য করব না।”
সমাবেশে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, “বাংলাদেশের মাটিতে কোনও উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না। আমরা ১৫ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। পাশাপাশি সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাক মাহমুদ রাফি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। কিন্তু কেউ যদি ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে, আমরা ছাত্রসমাজ তা প্রতিহত করতে এক মুহূর্তও দ্বিধা করব না।