মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


বিদায়ের পথে রিয়াল, কোয়ালিফাইয়ের বাইরে পিএসজি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২৪

কোয়ালিফাইয়েরবিদায়ের পথে রিয়াল, কোয়ালিফাইয়ের বাইরে পিএসজি

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিগ পর্বের ৮ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এতে তারা সংগ্রহ করেছে মাত্র ৬ পয়েন্ট এবং বর্তমানে পয়েন্ট তালিকার ২৪তম স্থানে অবস্থান করছে।

নতুন ফরম্যাট অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে। লিগ পর্বে রিয়ালের এখনও ৩টি ম্যাচ বাকি। তবে তাদের বর্তমান অবস্থান সেই জায়গা থেকে অনেক দূরে। নকআউটে পৌঁছাতে তাদের প্লে-অফ খেলার শঙ্কা যেমন বাড়ছে, তেমনি বিদায়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গতকাল রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে এসেছে লস ব্লাঙ্কোস। ইংলিশ ক্লাবের বিপক্ষে এটি তাদের গত ১৫ বছরে প্রথম হার। এই হারের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল আরও পিছিয়ে পড়েছে। তাদের সামনে থাকা পরবর্তী তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করার সুযোগ থাকলেও লিভারপুল ইতোমধ্যে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

তবে রিয়াল ভক্তরা পরবর্তী ম্যাচগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন না, কারণ তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ দলগুলো। তাদের সামনে থাকা তিনটি ম্যাচের প্রতিপক্ষ হলো আটালান্টা (৫ম স্থানে), সালজবুর্গ (৩২তম স্থানে), এবং এই মৌসুমের চমক ব্রেস্ত (১১তম স্থানে)।

রিয়াল মাদ্রিদের মতোই একই পরিস্থিতির মুখোমুখি ফ্রান্সের বড় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তারা বর্তমানে পয়েন্ট তালিকার ২৫তম স্থানে। ৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। বাকি ৩টি ম্যাচে তারা সালজবুর্গ, ম্যানচেস্টার সিটি এবং স্টুটগার্টের বিপক্ষে খেলবে। যদিও সব ম্যাচ জিতলেও পিএসজির শীর্ষ আটে থাকা বেশ কঠিন।

চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাটে অনেক বড় ক্লাবই সমস্যায় পড়ছে। বায়ার্ন মিউনিখ রয়েছে ১৩তম স্থানে, অ্যাতলেটিকো মাদ্রিদ ১৫তম স্থানে, এসি মিলান এবং ম্যানচেস্টার সিটিও রয়েছে তালিকার নীচের দিকে। জুভেন্টাস রয়েছে ১৯তম স্থানে।

এখন পর্যন্ত ৫ ম্যাচ শেষে শীর্ষ আটে অবস্থান করছে লিভারপুল, ইন্টার মিলান, বার্সেলোনা, বুরুশিয়া ডর্টমুন্ড, আটালান্টা, বায়ার লেভারকুসেন, আর্সেনাল এবং মোনাকো। এই দলগুলো সরাসরি নকআউটে যাবে। আর ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে প্লে-অফ খেলতে হবে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেওয়ার জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি