নির্বাচনে বিএনপি জয় পেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে রায় দিলে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। শনিবার (৩০ নভেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে এনডিএম আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, স্বাধীন দেশে মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে। আন্দোলনের পর জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় দেশে একটি ফ্যাসিজম তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশের ঘটনাগুলোতে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তবে ধর্মীয়ভাবে দেখানো হচ্ছে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম। ভারতের মিডিয়াগুলোতে চলমান প্রচারণাগুলো কখনো কখনো ধৈর্যের সীমা অতিক্রম করে।
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। রাতারাতি কোনো সংস্কারও সম্ভব নয়। সংস্কারের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেক নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। বিচার বিভাগের সংস্কার দেশের জনগণের স্বার্থে অত্যন্ত জরুরি। যে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে, তা এখনই বাস্তবায়ন করা যেতে পারে।