শনিবার,১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আর্সেনাল


ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আর্সেনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২৪

ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আর্সেনাল

ডেস্ক রিপোর্ট:

লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে প্রথমার্ধেই সুনামি বইয়ে দিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়ে এক প্রকার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে গোল না হলেও ৫-২ গোলের বড় জয় পেতে তাদের কোন সমস্যা হয়নি। এই দুর্দান্ত জয়েই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল।

এদিন প্রথম ৬ মিনিটের মধ্যে দুই পাশের দুই জালে চারটি গোল হয়েছে, যার মধ্যে তিনটি গোল হয়েছে আগপিছ মিলিয়ে। মুড়ি-মুড়কির মতো গোল হলেও, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয়নি একটুও। গতবারের রানার্সআপরা গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দেয়। আর্সেনালের পাঁচ গোলদাতা ছিলেন- গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা।

এই ম্যাচে আর্সেনাল অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণে একচেটিয়া আধিপত্য করেছে। প্রথমার্ধে গোলের জন্য তারা ১০ শট নিয়েছিল, যার মধ্যে ৬টি লক্ষ্যে গিয়ে ৫টিতে গোল করেছে। অন্যদিকে, ওয়েস্ট হ্যাম ৩টি শট লক্ষ্যবস্তুতে রেখেছিল, যার মধ্যে ২টি গোল হয়ে যায়।

দুই দলের এমন দুর্দান্ত ফিনিশিংয়ে আরও গোলের প্রত্যাশা থাকলেও, বিরতির পর গোল আর হয়নি। ফলে ব্যবধান বাড়েনি।

এই জয়ের পর ১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্সেনাল। সমান ২৩ পয়েন্ট নিয়ে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি যথাক্রমে পরের দুটি স্থানে রয়েছে। তবে শিরোপাধারী সিটি একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি