মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা: তদন্ত শুরু
সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরের উৎস থেকে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। এর মধ্যে তিনি বিভিন্ন সময় ১২০ কোটি টাকা উত্তোলন করেছেন। বর্তমানে তার স্থগিত করা ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ১৪ কোটি টাকা।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এমএস প্রমোশনের ব্যাংক হিসাবগুলোর তথ্য পেয়েছে। কোথা থেকে এত টাকা এসেছে এবং তা অর্থপাচার সংক্রান্ত কি না, সেটি যাচাই করছে বিএফআইইউ।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর ৬ অক্টোবর বিএফআইইউ তার ব্যাংক হিসাব তলব করে। পাশাপাশি, গুলশান-তেজগাঁও লিংক রোডের শান্তি নিকেতনে একটি ডুপ্লেক্স বাড়ির খোঁজ পেয়েছে গোয়েন্দা সংস্থা।
জানা যায়, ২০১৭ সালের ২ মে ওয়ান ব্যাংকের কারওয়ানবাজার শাখায় এমএস প্রমোশনের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়, যেখানে মুন্নী সাহাকে নমিনি করা হয়।
এছাড়া, ওয়ান ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্সের নামে ২০০৪ সালের ২১ জুলাই খোলা একটি ব্যাংক হিসাব থেকেও বিপুল পরিমাণ লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনো সরাসরি ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে দুই হিসাবের মধ্যে অস্বাভাবিক লেনদেন হয়েছে।
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তিনটি চেকের মাধ্যমে এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে ৫৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করা হয়, যা সন্দেহজনক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। বিএফআইইউ বিষয়টি তদন্ত করছে।
অনুসন্ধানে উঠে এসেছে, প্রাইম ট্রেডার্সের নামে ২০০৮ সালে মটর কেনার জন্য ২৬ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন করা হয়। কিন্তু ঋণ পরিশোধ না করায় ব্যাংক একাধিকবার সুদ মওকুফ করে ঋণ নবায়ন করে।
এমএস প্রমোশন নামে ২০১৭ সালে খোলা আরেকটি হিসাব থেকে ১৮ কোটি টাকার ওডি ঋণ নেওয়া হয়, যা পরে আরও বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হয়।
মুন্নী সাহা একজন প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক। তিনি বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। ২০২৩ সালে এটিএন নিউজ থেকে পদত্যাগ করার পর তিনি ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলায় তার নাম উঠে এসেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।