সিরিয়া ছাড়তে রাশিয়ান নাগরিকদের সতর্ক করল মস্কো
বিদ্রোহীদের নতুন হামলার মুখে সিরিয়ার পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর পর একের পর এক বড় শহর দখল করছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে বাশার আল-আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যেই দুটি প্রধান শহর আলেপ্পো ও হামা দখল করেছে। বর্তমানে তারা হোমস নগরীর দিকে অগ্রসর হচ্ছে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় হোমসের লোকজন শহর ছেড়ে পালাচ্ছে।
এই অগ্রযাত্রা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্র রাশিয়া ও ইরানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইতিমধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার, কূটনীতিক, তাদের পরিবার ও বেসামরিক লোকদের সরিয়ে নিচ্ছে।
রাশিয়াও একই পথে হাঁটছে। সিরিয়ার রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কঠিন সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দামেস্কে রাশিয়ান দূতাবাস সিরিয়ায় বসবাসরত রাশিয়ান নাগরিকদের দ্রুত সিরিয়া ত্যাগ করার পরামর্শ দিয়েছে।
রুশ দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে, সপ্তাহব্যাপী সংঘর্ষকে সিরিয়ার সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে।
দ্য মস্কো টাইমসের তথ্যমতে, বিদ্রোহী জোট ২৭ নভেম্বর থেকে উত্তর সিরিয়ায় আক্রমণ শুরু করে বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে।
পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় ইরান এবং রাশিয়ার ভবিষ্যৎ ভূমিকা কী হবে, সেটাই এখন দেখার বিষয়। যদি বাশার আল-আসাদের সরকার পতন ঘটে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরান ও রাশিয়ার জন্য তা হবে বড় ধাক্কা। বিশেষ করে তেহরানের জন্য এটি এক বিশাল ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।