সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে যাওয়ার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন। তবে রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে, বিসিবির বিশেষ অনুমতিতে গ্লোবাল সুপার লিগের ফাইনালে অংশ নেন এই তিন ক্রিকেটার।
সৌম্যর থেকে যাওয়াটা রংপুর রাইডার্সের জন্য বড় সুবিধা হয়েছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর। ফাইনালে সৌম্য ৫ ছক্কা ও ৭ চারে ঝোড়ো ৮৬ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের ভিত গড়ে দেন।
রংপুর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক নুরুল হাসানের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় সৌম্য ও স্টিভেন টেলরের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে। প্রথম উইকেটে তারা ১২৪ রান যোগ করেন। ১৪তম ওভারের শেষ বলে টেলর আউট হলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। ৩৩ বলে ফিফটি পূর্ণ করার পর, ৫৪ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। এটি সৌম্যর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি হলেও সেঞ্চুরির স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায়। তবে দিন শেষে তাঁর ইনিংসেই রংপুরের জয় নিশ্চিত হয়।
১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ৭ ওভারে ৬৫ রান তোলে এবং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় ছিল। কিন্তু পরের পাঁচ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৮৯ রানে থেমে যায় তাদের ইনিংস। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে।
এই জয়ে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি জেতে এবং এটি তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা। এর আগে ২০১৭ সালে তারা বিপিএল শিরোপা জিতেছিল।
গ্লোবাল সুপার লিগে ৫ দলের মধ্যে প্রথম দুই ম্যাচ হেরে লিগ পর্বে চাপে ছিল রংপুর রাইডার্স। ভিক্টোরিয়াও লিগ পর্বে তাদের ১০ রানে হারিয়েছিল। তবে শেষ দুই ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠে আসে রংপুর। সৌম্য ম্যাচসেরা হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে ১৮৮ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন।