শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের নতুন রেকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২৪

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ব অর্থনীতিতে নতুন নজির স্থাপন করেছেন ইলন মাস্ক, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের বাজারমূল্যের দ্রুত বৃদ্ধি এই মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তবে ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৬৮০ কোটি ডলার। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তার পরেই রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ বর্তমানে ২ হাজার ৪৪০ কোটি ডলার। তৃতীয় স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ ২ হাজার ৩০ কোটি ডলার।

ইলন মাস্কের এই বিশাল সম্পদ বৃদ্ধির পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে—টেসলার শেয়ারমূল্যের ঊর্ধ্বগতি: গত কয়েক মাসে টেসলার শেয়ারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এবং বর্তমানে টেসলার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার ৫০০ কোটি বা ১.৩১৫ ট্রিলিয়ন ডলার।

স্পেসএক্সের মূল্যায়ন বৃদ্ধি: সাম্প্রতিক শেয়ার লেনদেনে স্পেসএক্সের বাজারমূল্য ৩৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে। মাস্কের ৪২ শতাংশ শেয়ার বৃদ্ধি তার সম্পদে সরাসরি প্রভাব ফেলেছে।

এক্সএআইয়ের অগ্রগতি: ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বাজারমূল্য দ্বিগুণ হয়ে বর্তমানে পাঁচ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

এছাড়াও, ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির সঙ্গে তার রাজনৈতিক সক্রিয়তাও জড়িত। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মার্কিন বাজার পরিস্থিতি তার ব্যবসায়িক স্বার্থের পক্ষে সহায়ক হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি