বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির: সালাউদ্দিন আহমেদ


নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির: সালাউদ্দিন আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২৪

নির্বাচনী রোডম্যাপনির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির: সালাউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।’

বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ এখন ভোটের অপেক্ষায় রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, ‘সরকারি বিভিন্ন সংস্থার ব্যর্থতার কারণে সীমান্ত পেরিয়ে ফ্যাসিবাদের অনেক দোসর পালিয়ে গেছে। দোসরদের পালাতে সহযোগিতা যারা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি