ডেস্ক রিপোর্ট:
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের নিকট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এ খবর জানিয়েছে রয়টার্স।
বুধবার (২৫ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, কিছু যাত্রী জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালনা করছিল। বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটি ভিন্ন দিকে মোড় নিতে বাধ্য হয়।
আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাজাখ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে মোট ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে রয়টার্স এ তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।