লেস্টারকে হারিয়ে লিভারপুল নিশ্চিত করল শীর্ষস্থান, এগিয়ে গেল পয়েন্টে
বদলি তালিকায় থাকলেও লিভারপুলের বিপক্ষে মাঠে নামা হয়নি বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর। গতকাল বৃহস্পতিবারের ম্যাচটিতে হেরে গেছে তার দল লেস্টার সিটি। শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিভারপুলের আক্রমণের তোড়ে ভেসে গেছে দলটি। হেরেছে ৩-১ গোলের বড় ব্যবধানে।
অ্যানফিল্ডে গতকাল লেস্টারের হয়ে প্রথম গোল দেন জর্ডার আইয়ু। ঘরের মাঠে গোল খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। প্রথমার্ধের শেষে ক্লাবটিকে সমতায় ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দেন শততম ম্যাচ খেলতে নামা কার্টিস জোন্স।
লিভারপুলের হয়ে তৃতীয় গোল দেন দারুণ ফর্মে থাকা মোহামেদ সালাহ। এই নিয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা সালাহর গোল হলো ১৭ ম্যাচে ১৬টি। দুইয়ে থাকা আর্লিং হলান্ডের গোল এর চেয়েও তিনটি কম।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে শীর্ষস্থানে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৪২। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্ট বেশি আর্না স্লটের দলের। এদিকে, গতকাল ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে হারের পর ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি। তাদের সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানো নটিংহ্যাম ফরেস্ট।