আবারও বাবা হচ্ছেন নেইমার
বড়দিনের আনন্দঘন সময়েই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিয়েছেন নেইমার। আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার আবারও বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই জানিয়েছেন, তার মডেল বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভে একটি কন্যাসন্তান বেড়ে উঠছে।
নেইমার ও ব্রুনার এর আগেও একটি সন্তান রয়েছে। তাদের মেয়ে মাভির জন্ম হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। তবে মাভির জন্মের কিছুদিন পরেই নেইমার ও ব্রুনার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর আবার তারা একসঙ্গে হলেও সেই সময় তাদের আলাদা হওয়ার কারণ জানা যায়।
৩২ বছর বয়সি নেইমার এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন। তার বর্তমান তিন সন্তানের মা তিনজন ভিন্ন ব্যক্তি। ১৩ বছর বয়সি ছেলে দাভিলুকার মা নেইমারের প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাস।
মাভি ছাড়াও নেইমারের আরেকটি মেয়ে রয়েছে, যার নাম হেলেনা। ২০২৩ সালের জুলাই মাসে জন্ম নেওয়া হেলেনার মা আমান্দা কিম্বার্লির সঙ্গে নেইমারের গোপন সম্পর্কের খবর প্রকাশ পেলে ব্রুনা তাকে ছেড়ে চলে যান।
























































