শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার পক্ষে ভারতের ভূরাজনৈতিক অবস্থান


শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার পক্ষে ভারতের ভূরাজনৈতিক অবস্থান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২৪

শেখ হাসিনারশেখ হাসিনাকে ফেরত না দেওয়ার পক্ষে ভারতের ভূরাজনৈতিক অবস্থান

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ভূ-রাজনৈতিক কারণ এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে ভারত কোনো আগ্রহ প্রকাশ করেনি। দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে আসছে নয়াদিল্লি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ফেরত পাঠানো ভারতের জন্য একটি সংবেদনশীল বিষয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানান, মৌলবাদীদের দমন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে শেখ হাসিনার ভূমিকা ভারতের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করা কৌশলগত ভুল হবে।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, অপরাধীদের বিনিময় করা হলেও রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়ে না। দিল্লির শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে যে, রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো যাবে না। শেখ হাসিনার ক্ষেত্রে এই যুক্তিই প্রযোজ্য হবে।

ভারতীয় কর্মকর্তারা মনে করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠালে এই অঞ্চলে ভারতীয় মিত্রদের কাছে নেতিবাচক বার্তা যাবে এবং অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দিল্লিতে চাপ দিচ্ছে। তবে ভারত এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নেবে এবং এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি