বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সচিবালয়ে আগুন দেয়ায় জড়িতরা এখনো সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে: আব্বাস


সচিবালয়ে আগুন দেয়ায় জড়িতরা এখনো সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে: আব্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২৪

সচিবালয়ে আগুন দেয়ায় জড়িতরা সচিবালয়ে আগুন দেয়ায় জড়িতরা এখনো সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে: আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতরা এখনো সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে। রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “যারা সচিবালয়ে আগুন দেয়ার সঙ্গে জড়িত, তারা এখনো সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছেন। হাসিনা চলে গেলেও বাকশালীরা এখনো ক্ষমতায় রয়ে গেছে। এমন পরিস্থিতিতে কীভাবে সংস্কার সম্ভব?”

আওয়ামী লীগের সমর্থকদের প্রসঙ্গে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। একজন নতুন বাকশালী সচিব নিয়োগ দেয়া হয়েছে। তাদের নিয়ে কীভাবে সংস্কার করবেন? আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা চলছে কি?”

সংবিধান প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “১৯৭২ সালের সংবিধান লাখো শহিদের রক্তের বিনিময়ে রচিত। যারা সংবিধান অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। সংবিধানে যদি খারাপ কিছু থাকে, তা সংশোধন করা যাবে। তবে সংবিধানকে কবর দেয়ার কথা বললে তা কষ্ট দেয়।”

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন, “জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। ‘সংবিধানের কবর রচনা’র মতো কথা বলা ফ্যাসিবাদী। এমন বিভেদ সৃষ্টিকারী বক্তব্য গ্রহণযোগ্য নয়। জাতি ও দেশকে বিভেদে ঠেলে দেয়া ঠিক হবে না।”

তিনি আরও যোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এককভাবে আন্দোলনকে নিজেদের করার চেষ্টা করছে। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্তিমিত হয়ে পড়েছিল, তখন সাধারণ মানুষ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীরা রাজপথে নেমেছিল। একক দাবি জনমনে বিভেদ সৃষ্টি করতে পারে।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “দেশের মানুষ মনে করে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, বরং তারা নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করতে চায়। সরকারের উচিত যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দেয়া।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি