গাজার শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে শীতের নির্মমতা
অবরুদ্ধ গাজা উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে শিশু মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আল-আকসা শহীদ হাসপাতালে মাত্র এক মাস বয়সী শিশু আলী আল-বাত্রান মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শীত তার মৃত্যুর প্রধান কারণ।
এর একদিন আগেই, আলি আল-বাত্রানের যমজ ভাই, জুমা আল-বাত্রান, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আশ্রয়শিবিরে একই কারণে মৃত্যুবরণ করে।
গাজা সরকারের তথ্য অফিস জানায়, চলমান শৈত্যপ্রবাহ ও হিমপ্রবাহের কারণে আশ্রয়শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে তথ্য অফিস জানিয়েছে, “শীতকালীন ঝড় এবং হিমপ্রবাহ আমাদের জনগণের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসনের কারণে বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে আশ্রয়শিবিরে বাস করছে, যা শীত প্রতিরোধে সম্পূর্ণ অকার্যকর।”
গাজার প্রশাসন এই মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মম আগ্রাসন এবং গণহত্যার ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোও এ হত্যাযজ্ঞে পরোক্ষভাবে অংশীদার। আমরা এ বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই।”
গাজার কর্মকর্তারা সতর্ক করেছেন, আবহাওয়া আরও খারাপ হলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে। এমন পরিস্থিতিতে তারা আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক সহায়তা কামনা করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৪৮৪ জন নিহত এবং ১ লাখ ৮ হাজার ৯০ জন আহত হয়েছেন। দখলদার বাহিনীর লাগাতার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।