শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সিরিয়ায় নির্বাচন হতে ৪ বছর সময় লাগতে পারে : জোলানি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২৪

সিরিয়ায় নির্বাচন হতে ৪ বছর সময় লাগতে পারে : জোলানি
ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার নতুন নেতা আবু মোহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, দেশে নির্বাচন আয়োজন করতে প্রায় চার বছর সময় লাগতে পারে। কারণ এর জন্য আগে একটি ব্যাপক আদমশুমারি পরিচালনা করা প্রয়োজন। পাশাপাশি, নতুন সংবিধান প্রণয়নেও তিন বছর সময় লাগতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আল-জোলানি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। তার বক্তব্য, “সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আসাদের অপরাধের কারণে আরোপিত হয়েছে। যেহেতু এইচটিএস এবং সহযোগী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তাই এই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা উচিত।”

আল-জোলানি সৌদি আরবের সাম্প্রতিক বিবৃতিকে “খুব ইতিবাচক” বলে প্রশংসা করেন। তিনি বলেন, “সিরিয়াকে স্থিতিশীল করার জন্য সৌদি আরবের প্রচেষ্টা প্রশংসনীয়। সিরিয়ায় কিংডমের বড় বিনিয়োগের সুযোগ রয়েছে এবং সৌদি আরবের ভবিষ্যত ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা যা করেছে তার জন্য আমি গর্বিত।”

সিরিয়া-রাশিয়া সম্পর্ক সম্পর্কে আল-জোলানি বলেন, দুই দেশের মধ্যে “গভীর কৌশলগত স্বার্থ” বিদ্যমান। আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সাথে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, “রাশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়। সিরিয়ার অধিকাংশ অস্ত্র রাশিয়ান এবং অনেক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ান বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়। আমরা চাই না যে রাশিয়া সিরিয়া ছেড়ে চলে যাক।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি