‘এমন একটি বাংলাদেশ চাই, সব যেখানে ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করতে পারবে’
ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের বাঁচার অধিকার ছিল না। মানুষ আদালতে বিচার পেত না এবং শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে চাকরি পেত না। এমন একটি দেশ আমরা পেয়েছিলাম। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এসব বলব না, কারণ আমি নিজেও একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তবে বলতে চাই, গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয়, বরং ভারতের বিজয় দিবস। তিনি ভারতীয় সেনাবাহিনী ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। চেতনার আওয়ামী লীগ তখন কোথায় ছিল?”
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে রানীরবন্দর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। যারা বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না, তাদের কোলে ঠাঁই নিয়েছেন। অথচ বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “আপনার আমলের চেতনার সঙ্গে বাংলাদেশের প্রকৃত চেতনার কোনো মিল নেই। আপনাদের সময়ে বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা দিল্লির হাতে বন্দি হওয়ার জন্য পিন্ডির হাত থেকে মুক্ত হইনি। বাংলাদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা চায়।”
তিনি বলেন, “আপনারা উন্নয়নের মহাসড়কের কথা বলতেন। এখন দেখা যাচ্ছে, সেই উন্নয়নের ভেতরে বস্তা বস্তা টাকা দুর্নীতি হয়েছে। এক লাখ-দুই লাখ নয়, ২৬ লাখ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে।”
জামায়াতের আমির বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের অপেক্ষায় আছি, যেখানে বৈষম্য থাকবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশে ১৮ কোটি মানুষের কেউ তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে না। রাষ্ট্রই তাদের অধিকার নিশ্চিত করবে। আমরা চাই এমন একটি দেশ, যেখানে শিক্ষার্থীরা সুশিক্ষা পাবে, স্বাস্থ্যসেবা পাবে এবং কাজের যোগ্যতা অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আসবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মা-বোনেরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করবে। সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করতে পারবে। মসজিদ, মন্দির, গির্জা কিংবা প্যাগোডা পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। মেজরিটি-মাইনরিটির মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান অধিকার পাবে।”
উল্লেখ্য, এর আগে একই দিনে সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।