শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০২৫

নতুন বছরে বিশ্বের জনসংখ্যানতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, যা ২০২৩ সালের চেয়ে সামান্য কম। ২০২৪ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়ে ৭ কোটি ১০ লাখের বেশি হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ।

২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জন শিশু মারা যাবে বলে জরিপে অনুমান করা হয়েছে। তবে এই হিসাবের মধ্যে কিছু তারতম্য হতে পারে, কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের মধ্যে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ। নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৪ কোটি ১০ লাখ হতে পারে।

২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশু জন্ম নিবে এবং প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে ইউএস সেন্সাস ব্যুরোর অনুমান।

আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২৩.২ সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে। আর জন্ম, মৃত্যু ও অভিবাসন মিলিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২১.২ সেকেন্ডে বৃদ্ধি পেতে পারে একজন।

২০২০ সালের পর ২.৯ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ৯৭ লাখ। ২০১০ সালের দিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা ১৯৩০ সালের পর সর্বনিম্ন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি