শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ইসরায়েলি বিমান হামলায় গাজার পুলিশ প্রধানসহ ৬৮ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৫

ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলি বিমান হামলায় গাজার পুলিশ প্রধানসহ ৬৮ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় গাজায় ৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত এলাকায় চালানো এ হামলায় পুলিশ বাহিনীর প্রধান ও তার ডেপুটি প্রধানসহ আরও নয়জন প্রাণ হারিয়েছেন। গাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৪ মাস ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে এই হামলা সবচেয়ে ভয়াবহ বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। তেল আবিবের এই হামলা মানবিক অঞ্চল হিসেবে পরিচিত আল-মাওশি জেলায় চালানো হয়, যা সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় নিহত হয়েছেন গাজার পুলিশ মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “গাজার পুলিশের মহাপরিচালককে হত্যার মাধ্যমে দখলদার ইসরায়েল এই ভূখণ্ডকে আরও অস্থির করে তুলেছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে নিয়ে যাচ্ছে।”

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউর প্রধান ফিলিপ লাজারিনি এক্স প্ল্যাটফর্মে বলেছেন, “গাজায় কোনো নিরাপদ স্থান নেই। মানবিক অঞ্চল বলেও কিছু নেই।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার মধ্যে বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন এবং উপকূলীয় এলাকার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি