চীনে নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে, উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর চীনে এবার একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে যে, নতুন এই ভাইরাস দ্রুত বিস্তার লাভ করছে। এর ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোর ওপর চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে “সার্স-কোভ-২” (কোভিড-১৯) নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে, চীন একাধিক ভাইরাসের সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯। হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানায় যে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তারা একটি ছোট আকারে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।