শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: প্রাণ হারালেন ২৭ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৫

তিউনিসিয়ার উপকূলেতিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: প্রাণ হারালেন ২৭ জন

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়ার উপকূল থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকাগুলো যাত্রা শুরু করেছিল।

জানা গেছে, নৌকাগুলোর সব যাত্রীই অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিল এবং তারা সবাই সাব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক। আফ্রিকান অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর জন্য তিউনিসিয়াকে একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করে দালালরা।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২,২০০ জনেরও বেশি লোক মারা গেছে। গত মাসেও তিউনিসিয়ার উপকূলে দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়।

এই ধরনের দুঃখজনক ঘটনা আফ্রিকান অভিবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার নির্মম চিত্র তুলে ধরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি