শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ফ্যাসিবাদ ক্ষমতায় এসে তাণ্ডব চালিয়েছে: জামায়াতের আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৫

ফ্যাসিবাদ ক্ষমতায় এসে তাণ্ডব চালিয়েছেফ্যাসিবাদ ক্ষমতায় এসে তাণ্ডব চালিয়েছে: জামায়াতের আমির

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে তিনটি নির্বাচন অবৈধভাবে পরিচালনা করেছে। তারা জনগণের আমানত নষ্ট করে বারবার ক্ষমতা আঁকড়ে রেখেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘বৃহৎ কর্মী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় বসে এই সরকার নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে। জনগণকে নানাভাবে নির্যাতন করেছে। বিশেষ করে বর্তমান ফ্যাসিবাদী সরকারই জনগণকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ওপর নির্যাতন ও জুলুম করেছে তারা। বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে খুন, গুম এবং হত্যা করেছে। আমাদের তরুণ সন্তানদের হাতুড়ি বাহিনী দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ২০০৬ সালে ক্ষমতায় আসার আগে তারা লগি-বৈঠা দিয়ে সহিংসতা চালিয়েছিল। দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে উৎসব করেছিল। এটি তাদের নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক। ক্ষমতায় এসে তারা বারবার দেশের নিরীহ জনগণকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত ৫ আগস্ট হাজার হাজার মানুষকে গণহত্যার শিকার করে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়।

কর্মী সম্মেলনে নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী এবং জেলা প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি