শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » শেখ হাসিনার ষড়যন্ত্রের মুখে দেশের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ: জামায়াত সেক্রেটারি


শেখ হাসিনার ষড়যন্ত্রের মুখে দেশের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ: জামায়াত সেক্রেটারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০২৫

শেখ হাসিনার ষড়যন্ত্রেরশেখ হাসিনার ষড়যন্ত্রের মুখে দেশের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ: জামায়াত সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ৩০০ আসনের এমপিরা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। তবে হাসিনার ষড়যন্ত্র এখনও থেমে যায়নি। তিনি বলেন, দিল্লিতে বসে দেশের অরাজকতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

শনিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশের জনগণ আইন অঙ্গনে সুবিচার পায়নি। দীর্ঘ ১৭ বছরের একটি অন্ধকার যুগ পার হয়েছে। এই সময়ের মধ্যে গণতন্ত্র ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, এমনকি আমাদের ভোটাধিকারও ছিল না।

তিনি বলেন, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের অভাবে মানুষের আহাজারি এবং অন্নহীন-বস্ত্রহীন মানুষের কান্নায় বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, কর্তৃত্ববাদী শেখ পরিবার ও একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের সদস্য না হলে চাকরি পাওয়া যেত না, তাদের ছেলে না হলে ব্যবসা চলত না। শেখ পরিবারের সদস্য না হলে ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা ছিল না। আমাদের সন্তানদের চাকরি-বাকরি, রাজনীতি-অর্থনীতি সব কিছুই তছনছ হয়ে গেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি