শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সিডনিতে বুমরাহ ৪৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০২৫

সিডনিতে বুমরাহ ৪৭ বছরের পুরোনো রেকর্ডসিডনিতে বুমরাহ ৪৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রিত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে একটি নতুন রেকর্ড গড়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ভারতীয় পেসার।

দিনের দ্বিতীয় সেশনের আগে বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন। প্রথম দিন উসমান খাজার উইকেট তুলে নিয়ে তিনি ৩১ উইকেটে বিষেণ সিং বেদির সমান হন। আজ সকালে মার্নাস লাবুশেনকে আউট করার মাধ্যমে এককভাবে রেকর্ডটি নিজের করে নেন বুমরাহ। ৩২ উইকেট নিয়ে তিনি এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির নতুন মাইলফলক স্পর্শ করেন। ১৯৭৭-৭৮ মৌসুমে বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ৩১টি উইকেট নিয়েছিলেন। এতদিন এই রেকর্ডটি তার দখলে ছিল।

গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরাহ। ২০২৪ সালে ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নেন তিনি, যা বিশ্বের সব বোলারের মধ্যে সবচেয়ে বেশি। এই সিরিজেই তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এবং ভারতীয় দলের সফলতম বোলার তিনিই।

সকালের প্রথম সেশনে দীর্ঘ স্পেল বোলিং করার পর দ্বিতীয় সেশনের শুরুতেই অস্বস্তি অনুভব করেন বুমরাহ। একটি ওভার বোলিং করার পর তিনি মাঠ ছেড়ে যান। কিছুক্ষণ পর তাকে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও বুমরাহর শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ধারাভাষ্য কক্ষে থাকা সুনীল গাভাস্কার বলেন, সম্ভবত বুমরাহ হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছেন। ভারতের জন্য এটা ভালো খবর নয়, কারণ তিনি দলের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং এ কারণে তার শরীরের ওপর অনেক চাপ পড়েছে।

বুমরাহর অনুপস্থিতিতেও ভারতীয় বোলাররা স্বাগতিকদের ১৮১ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪ রানের লিড নিয়ে নিয়েছে। মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে ১৮৫ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে আবারো তোপের মুখে পড়েছে ভারত। বোলেন্ডের পেস তোপে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। এতে করে ম্যাচে ভারতের লিড ১৪৫ রানের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি