সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের সংঘর্ষে নিহত শতাধিক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই দিনে মানবিজ শহরের আশপাশে চলা সংঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
পর্যবেক্ষক সংস্থাটি জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ৮৫ জন এবং কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ১৬ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুরস্ক-সমর্থিত বাহিনীর ড্রোন ও বিমান হামলা প্রতিহত করেছে। এদিকে, তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো উত্তর সিরিয়ার মানবিজ ও তাল রিফাত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। উত্তর সিরিয়ায় সংঘর্ষের ফলে প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কা, কোবানে এবং তাবকা শহরের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে, এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা এবং দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।
মার্কিন সমর্থন পাওয়া এসডিএফ সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করেছে। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অনুসারী বলে মনে করে এবং পিকেকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। এ কারণে তুরস্ক প্রায়ই সিরিয়া ও ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে।
সম্প্রতি, সিরিয়ার ডি-ফ্যাক্টো সরকারের নতুন নেতা আহমেদ আল-শারা বলেছেন, এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে। গত মাসে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে হওয়া বিদ্রোহে আসাদ সরকারের পতন ঘটে।